Captcha Entry করে আয় করুন
আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাই আজকের এ ভিডিও টিউটোরিয়ালে । আজকে আমরা এ টিউটোরিয়ালের মাধ্যমে শিখবো কিভাবে 2Captcha তে Captcha Entry করে আয় করা যায় ।
Captcha Entry কি
2Captcha কি
মাসে কত টাকা আয় করা যাবে
আসলে মাসে কত টাকা আয় করা যাবে তা নির্ভর করে আপনি মাসে কতটি Captcha Entry করলেন তার উপর ।
স্বাভাবিক ভাবে ১০০০টি Captcha Entry করলে ০.৫০ ডলার থেকে ১.০ ডলার পর্যন্ত আয় করা যায় । আর একটি Captcha Entry করতে ৫-১০ সেকেন্ট সময় লাগে । আর রাত-দিন ২৪ ঘন্টা একটানা Captcha Entry করা যায় ।
সুতরাং, আপনি যত বেশি Captcha Entry করবেন, তত বেশি আয় করতে পারবেন ।
এ ছাড়াও ৩০০০টি Captcha Entry করার পর আপনি কিছু অতিরিক্ত সুবিধা পাবেন ।
যেভাবে টাকা উঠাবেন
মাত্র ১ ডলার হলে আপনি Payza, Bitcoin, Perfectmoney, Webmoney এর মাধ্যমে টাকা তুলতে পারবেন ।
একাউন্ট খুলতে যা প্রয়োজন হবে
একাউন্ট খুলার জন্য শুধুমাত্র একটি E-mail Address [gmail, yahoo etc.] প্রয়োজন হবে ।
যেভাবে Account খুলবেন
২. এরপর “Register” বাটনে ক্লিক করুন ।
৩. তারপর E-mail Address ও Password দিয়ে ফরমটি পূরণ করুন ।
৪. সর্বশেষ নিচের “Register” বাটনে ক্লিক করুন ।
যেভাবে কাজ করবেন
১. প্রথমে “Start work” বাটনে ক্লিক করুন ।
২. এরপর “Start” বাটনে ক্লিক করুন ।
৩. তারপর ছবির মধ্যে যা টাইপ করতে বলা হয়েছে, তা নিচের খালি জায়গায় টাইপ করুন ।
৪. সর্বশেষ ডান পাশের “Enter” বাটনে ক্লিক করুন ।
৫. আর ছবির মধ্যে যা টাইপ করতে বলা হয়েছে, তা না বুঝলে, বাম পাশের “It is not a Captcha” বাটনে ক্লিক করুন ।
প্রয়োজনে এখানে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন।
রেফারেল সুবিধা
এ ছাড়াও আপনার রেফারেন্স এ কেউ যদি 2Captcha তে একাউন্ট খুলে কাজ করে আয় করে, তাহলে আপনি তার আয় থেকে ১০% কমিশন পাবেন ।
পোষ্টটি ভালো লাগলে শেয়ার করবেন ।